কেমন আছেন সবাই
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:১১:৫৬ সন্ধ্যা
আসসালামুআলাইকুম অ রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই?!
ছোট্ট আওণ কিন্তু এখন আর খুব ছোট নেই! ও এখন একটু বড় হয়ে গেছে!!
নাহ্ কোন সুসংবাদ নাই!!! ইয়ে মানে আপনারা যা মনে করছেন একদম তা নয়। এখনও আমি শতভাগ অবিবাহিত।
- - -
ফিরে এলাম আপনাদের মাঝে ঢাকঢোল পিটিয়ে। অবশ্য ছিলাম আপনাদের পাশেই চুপিচুপি!! নীরবে-নিভৃতে পড়েছি আপনাদের অনেক পোস্ট। মাঝে মাঝে মন্তব্যে উপস্থিতিও জানান দিয়েছি। তবে সক্রিয় ছিলাম না।
সত্যিই সবাইকে অনেক মিস করেছি।
আবারো ফিরে আসলাম! সুন্দর করে বললে নিজেকে ফিরে পেলাম।
কারণ আমি নিজেও অনেকদিন পিচ্চি আওণকে মিস করছি।
এ ব্লগ ব্যতীত আমিও আওণকে কোথাও খুঁজে পাইনা।
বিডি পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ-কামনা।
আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী।
শুভ ব্লগীং
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ হোক
অনেক অনেক ধন্যবাদ
- - -
আশাকরি ভালো আছেন সম্মানিত ভাইয়া। কৃতজ্ঞতা আপনার অনবদ্য ব্লগীং জীবনের জন্য।
অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ।
দোয়ার জন্য জাযাকাল্লাহ....
আমীন।
অনেক অন্নেক ধন্যবাদ সম্মানীত শাইখ।
তবে ভাইয়া কথা তো এরকম ছিল না ------
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
- - -
আফরা ছোটমনি তোমাকে দেখে আমিও অনেক খুশি হলাম। সত্যিই কারো কারো মনে রাখা বড় এক অর্জন। তোমাকেও অনেক ধন্যবাদ ছোট্টমনি
আপনার পায়ের ধূলো এ ভাঙাবাড়িটাও ধন্য।
তা ৮ নাম্বারের মত লোকাল বাসে চড়লে কিভাবে ব্লগিং করবেন! সমবেদনা রইল। পারলে আসবেন, না আসলেও মুণ্ডুপাত করবনা, ওজর বলে কতা।
কি আর করার আমাকে তো কেউ মেয়ে দেয়না বিয়েথা কেমনাই করবো!? হু হু হু
আজ হয়তো যাবো বইমেলায়।
শুভেচ্ছা সুহৃদ।
ভালো থাকুন চিরন্তন এই কামনায়।
তয় দেখি অভাগাদের দিকে কারো দৃষ্টি পড়ে নাকি। হা হা হা
অনেক ধন্যবাদ সবুজ ভাইয়া।
দোয়া করি ভালো থাকুন।
আওন আর যাওন-
মাঝে মাঝে খাওন !!!
এবার শ্বশুর বাড়ির খাবারটা খাওনের বাকি আছে যে।
বিয়ের পরে কিন্তু মোটা বকশিশ দিতে হবে হামমম!!! তা না হলে আস্ত হাতুড়ি। হু ...!!!
জাজাকাল্লাহু খাইরান দাদু।
ব্লগ যে প্রাণের কথা কয়!!
চোখ, ব্লগ দেইখা এইবার বুইঝা লন।
:-)) :-))
কেমন আছেন খালামুনি?!
কেমন আছে আপনার দাদুমনি!?
কেমন চলছে কলমের হর্ষধ্বনি!?
সবকিছুই ভালো আছেনি!!??
:-) :-) :-)
আপনার লেখা দেখতে চাই।
সোবাহান হুজুরের আপন নাতি নানার নাম শুইনা বহুত খোশ হইছে।
আমনারে দুইটা চকলেট দান করার এরাদা করছে। দেখা কইরা চকলেট নিয়া যাইয়েন।
আপনার কাছে কেউ ঢাকঢোল পিটিয়েছে নাকি!?
ধন্যবাদ মন্তব্যের জন্য।
এজন্য বলেছি।
জাউয়াযাকাল্লাহ।
দু'দিন ব্লগে এলাম, তাই দেরী হয়েগেছে। নিয়মিত হলে ভালো লাগবে।
জাযাকাল্লাহ খাইর
এই প্রেরণাই পথ চলার পাথেয়।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন